প্রদীপ কুমার সাঁতরা :- আজ রাতে ফুটবল প্রেমীদের নিশ্চিন্তে ঘুম হবে কি? বেশিরভাগ ফুটবল প্রেমীরা বলবে না, আজ রাতে নিশ্চিন্তে ঘুম হবে না।
তার একমাত্র কারণ হল, আগামীকাল, রবিবার সকালে কোপা আমেরিকা ২০২১ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানায় হবে এই ফাইনাল ম্যাচটি। মুখোমুখি লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। মারাকানায় ৭০ বছর ধরে ব্রাজিল কোনো মেজর ট্রফি হারেনি।
এই দুই দল নিয়ে বিশ্লেষণ করে নেওয়া যাক। প্রথমেই আলোচনা করা যাক আর্জেন্টিনাকে নিয়ে। সম্প্রতি কোপা আমেরিকা দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই দলের প্রধান শক্তি হল মেসি। মেসি ৬ ম্যাচে ৪ গোল, ৫ অ্যাসিস্ট নিয়ে সবার উপরে মেসি। তবে ফাইনাল ম্যাচে তরুণ ডিফেন্স নিয়ে এবার ব্রাজিলের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। মিভে পারেদেসের সাথে দেখা যেতে পারে ডিপলকে। আর আক্রমনাত্মক মেসির সঙ্গী মার্টিনেজ ও গঞ্জালেসকে দেখা যেতে পারে প্রায় নিশ্চিত।
ব্রাজিলকে নিয়ে বলতে গেলে বলতে হবে, তাদের ডিফেন্স পুরো টুর্নামেন্টে অনবদ্য। চীনের প্রাচীর সিলভার ও মার্কুনহোস। তাদের আগুন ঝরানো পারফরম্যান্সের জন্য কোপায় মাত্র ২ গোল খেয়েছে ব্রাজিল। অন্যদিকে লেফট ও রাইট এ ব্যাকে লোদি ও দানিলোর থেকে ভালো খেলা আসা করা যেতেই পারে। আর মিভে পাকুয়েতা তো ভালো করছেই। ক্যাসেমিরো ! এই খেলোয়াড়ের প্রশংসা করতেই হয়। রিয়ালে যাবার শেষ ৭ টা এল ক্লাসিকোতে মেসি গোল পায়নি। তাই পকেট ম্যান উপাধি তিনি এমনি পাননি। নেইমারের আক্রমণাত্বক খেলা তো অসাধারণ বলতেই হয়। এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ২ গোল ৩ আসিস্ট তার।
সবমিলে, জমজমাট ফাইনাল হতে চলেছে কাল। ব্রাজিল কি ১০ ম বারের মতো এই খেতাব জিতবে। বিগত ২৮ বছরে, ব্রাজিল ১১ টি ট্রফি জিতেছে। অন্যদিকে আর্জেন্টিনা দখলে একটিও ট্রফি নেই। আর্জেন্টিনা কি ৭০ বছরের রেকর্ড ভাঙতে পারবে? মেসি কি ট্রফি জয়ের আনন্দ পাবে, সেটাই এখন দেখার।