ডেস্ক রিপোর্ট : সোমি আলি এক সময় বলিউডের কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে তাঁর ব্যক্তি জীবন সে সময় অনেক বেশি চর্চায় ছিল। সলমন খানের সঙ্গে সোমির প্রেমের সম্পর্কের জল্পনা বিভিন্ন মহলে ছিল। সোমি নিজে তা অস্বীকার করেন না।
তবে, মহাতারকা সলমন খানের সব কুকীর্তি ফাঁস করার হুমকি দিলেন এই সোমি আলি। টুইটারে সালমনকে বলিউডের হার্ভে ওয়েনস্টাইন বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি বলেছেন, খুব শীঘ্রই তিনি সালমান ভাইয়ের পর্দাফাঁস করবেন। যে মহিলাকে সলমন অপব্যবহার করেছেন তিনি তা সত্য প্রকাশ করবেন। সলমন খান এবং ঐশ্বর্য রায়ের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, সলমন খান থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী– বলিপাড়ার এক সময়ের হিরোদের সঙ্গে অভিনয় করেছেন সোমি। কিন্তু বলিউডের জার্নি তাঁর কাছে সুখের হয়নি। মাস খানের আগে বলিউড জার্নি নিয়ে মুখ খুলেছিলেন সোমি। জানিয়েছিলেন, বলিউডের এই যাত্রা তাঁর কাছে মোটেও নিষ্কণ্টক ছিল না। বিভিন্ন পরিচালকের তরফে সঙ্গমের অফারও এসেছে। তবে এ সব থেকে সোমি এখন বহুদূরে। সময় কাটে নিজের এনজিও নিয়ে।