শান্তনু রায়, বেলদা: বাংলায় উদ্বেগজনক কোভিড পরিস্থিতি। উদ্বেগজনক হারে বেড়ে গিয়েছে পরিস্থিতি ৷ এলাকাবাসীদের সচেতন করতে এবার মাইকিং করে প্রচার কর্মসূচি করল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার পুলিশ প্রশাসন।
বুধবার বেলদা থানা এলাকার ঠাকুরচক,খাকুড়দা, সাউরি, বেলদা সহ পার্শ্ববর্তী এলাকায় এই প্রচার কর্মসূচি করেন তাঁরা। সেইসঙ্গে পথচলতি মাস্কবিহীন মানুষদের ধরে তাদের সচেতন করতেও দেখা যায় এদিন।
যদিও এই কর্মসূচির ক্ষণিক সময়ের পরে সেই পুরনো চিত্র দেখা গেল এলাকায়।অধিকাংশের মুখে মাস্ক নেই।এই মাইকিং বা সচেতনতা করেও মানুষকে কোভিড পরিস্থিতির কথা বোঝানো সম্ভব হচ্ছে না।যদিও এলাকার সচেতন বিশিষ্ট ব্যক্তিদের মত পুলিশ প্রশাসন আগের মতন আরও কঠিন এবং কঠোরতর ব্যবস্থা নিক।
না হলে বেলদা এবং পার্শ্ববর্তী এলাকার পরিস্থিতি বর্তমান অবস্থার থেকে পরবর্তী ক্ষেত্রে আরও ভয়ঙ্কর হতে পারে। সবমিলিয়ে করোনার দ্বিতীয় ধাপে অনেকটা দেরি হলেও অবশেষে পথে নামল বেলদার পুলিশ প্রশাসন।