শান্তনু রায়, নারায়নগড়: ধর্ম,সমাজ ও সংস্কৃতির মেল বন্ধন গড়বার লক্ষ্যে লইতন বছর বরণ মেলার উদ্বোধন হল সোমবার। আদিবাসী বৈগা সমাজের উদ্যোগে নারায়ণগড় ব্লকের পড়িয়াচকে এই মেলার উদ্বোধন হল। মেলার উদ্বোধন করেন আদিবাসী সমাজের বিশিষ্ট ব্যাক্তিত্ব ভদ্র হেমরম। এছাড়াও উপস্থিত ছেলন নারায়নগড়ের বিধায়ক প্রদ্যোদ ঘোষ, নারায়ণগড় ব্লকের বিশিষ্ট ব্যক্তিত্ব মিহির চন্দ, তপন উত্থাসিনি,উৎপল মহাপাত্র, প্রমুখ।
বৈগা সমাজের স্ংস্কৃতি অনুযায়ী মকর সংক্রান্তির পরেই নতুন বছর বরন অনুষ্ঠান পালন করা হয়।এই উপলক্ষে নারায়ণগড়ের পড়িযাচকে মেলার পাশাপাশি নাচগানের আযোজন করা হযেছিল নাচগানের বেশ কযেকটি দল নতুন বছর বরণমেলায় অংশ নেয়। অনুষ্ঠানের মধ্য দিযে বৈগা সমাজ তাদের জাতিগত শংসা পত্রের দাবি জানিযেছে,বহু পুরানো এই অদিবাসী সম্প্রদায়ের জাতিগত শংসাপত্র নেই৷ প্রসাশনের কাছে বারবার আবেদন করেও তারা এ শংসাপত্র পাননি৷ এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে প্রশাসনের কাছে এই দাবি জানানো হয়েছে।