আলিপুরদুয়ার: মঙ্গলবার সকাল ৫ টা নাগাদ আলিপুরদুয়ার জংশন অফিসার্স কলোনি সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় ওই মৃতদেহ দেখতে পায়।
মৃত ব্যক্তির নাম মনিশ দাস (১৬)। আলিপুরদুয়ার জংশন দমনপুর হাটখোলা এলাকার বাসিন্দা। স্থানীয়রাই পরবর্তীতে পরিপারের লোকেদের খবর দেয়। জানাগেছে বেশ কিছুদিন থেকে মনিশ পাশেই মামার বাড়িতে থাকত।
শনিবার থেকে ফের সে নিজের বাড়িতে ফিরে আসে। গতকাল রাতে মনিশ তার মায়ের সঙ্গে দেখা করে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতভর আর মনিশের কোনো খোঁজ মেলেনি। মঙ্গলবার ভোরে মনিষের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় জংশন ফাঁড়ির পুলিশ।
জানাগেছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। সমগ্র ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।