ওয়েব ডেস্ক: বিশ্ববাজারে একলাফে প্রায় তিনগুণ বাড়ল আফিমের দাম ; নয়া তালিবানি ফতোয়া জারি। সারা বিশ্ব বাজারে ব্যাপক আলোড়ন ।
তালিবান আফগানিস্তান দখল করার পর নিজের সরকার গঠনের দিকে এগোচ্ছে ৷ তালিবান দেশে একাধিক নয়া নিয়ম জারি করেছে৷ নতুন ফতোয়ার বিষয়ে তারা সবকিছু জানিয়ে দিচ্ছে৷ একাধিক বড় বদলের পর ফের এক বিশাল সিদ্ধান্ত নিয়েছে তারা৷
আফগানিস্তানে আফিম চাষের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ তালিবান আফগানিস্তানের একাধিক গ্রামে গিয়ে কৃষকদের এই ফরমান জারি করেছে৷ তারা জানিয়েছে আর যেন আফিমের চাষ তাঁরা না করেন কারণ তাঁদের দেশে আফিম নিষিদ্ধ হতে চলেছে৷ ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ি কান্দাহারের আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি আফিমের চাষ হয়৷ যা কৃষকদের বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷
তালিবানি ফরমান কার্যকারিতা দেখাতে শুরু করে দিয়েছে৷ আফগানিস্তানের বাজারে আফিমের দাম বেড়েছে৷ কারণ বোঝাই যাচ্ছে আফিমের ভবিষ্যত ভীষণরকম অনিশ্চিত৷
তালিবানের মুখপাত্র জবীউল্লাহ মুজাহিদ একটি সাংবাদিক বৈঠকে বলেছিলেন। তালিবান ড্রাগসকে সম্মতি দেওয়া হবে না৷
সাম্প্রতিক পাওয়া খবরের ভিত্তিতে তালিবানের এই ফরমানের পর এক ধাক্কায় ৭০ ডলার প্রতি কিলো আফিমের দাম থেকে একেবারে লাফিয়ে ২০০ ডলার প্রতি কিলো পৌঁছেছে৷
তালিবানের এই নয়া ফরমানে সকলেই প্রবল চমকে উঠেছেন৷ কারণ এতদিন অবধি তালিবানরা সক্রিয়ভাবে এই ব্যবসার সবচেয়ে বড় অংশীদার ছিল৷ বিভিন্ন আফিম উৎপাদক এলাকা থেকে তারা নিজেদের কর আদায় করত এবং যা তালিবানদের রোজগারের একটা বড় পথ ছিল৷