নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর : বিহারে বন্যার হাত থেকে রক্ষা পেতে তারকেশ্বরে মামার বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি ৷
হাই ড্রেনের জলে পড়ে মৃত্যু হলো দু বছরের শিশুর।মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তারাকেশ্বর পৌরসভার ১৪ নং ওয়ার্ডে।
পুলিশ সূত্রে খবর, প্রবল বর্ষণে এমনিতেই জলমগ্ন হয়ে পড়েছিল ১৪ নং ওয়ার্ড। যদিও জল নেমে গেছে ১৪ নং ওয়ার্ড এলাকায় তবুও এটি সংলগ্ন হাই ড্রেনটি ছিল জলে পরিপূর্ণ ৷ তারকেশ্বর শহর সহ বেশ কয়েকটি ব্লকের জল ওই হাই ড্রেন দিয়ে গিয়ে পড়ছে জয় কৃষ্ণ বাজার এলাকায় রণের খালে।
এদিন সকাল দশটা নাগাদ খেলতে খেলতে হাই ড্রেনে পড়ে যায় ওই শিশুটি ৷ ড্রেনে পড়ে প্রায় এক কিমি ভেসে গিয়ে রণের খালের সংযোগ স্থলে ভেসেওঠে মৃতদেহ ।স্থানীয়দের নজর পড়তেই উদ্ধার করে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।খবর পেয়ে শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এক সপ্তাহ আগে বিহার বন্যা হওয়ার কারণে শিশুটি ও তাঁর মা তারকেশ্বরে মামা বাড়িতে চলে আসে। মামাবাড়ি এসেও বন্যার হাত থেকে রক্ষা পেল না ছোট্ট শিশুটি। শোকের ছায়া পরিবারে ৷