ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। দেশে মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে ৷ এ পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১১ হাজার ৫৩ জনে। রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গিয়েছে ৷
এদিন নতুন করোনা শনাক্ত করা হয়েছে অন্তত ২ হাজার ৯২২ জনের । এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জনে।
তবে সুস্থতার হারও বেশ ভালো বলেই মনে করছেন সংশ্লিষ্টরা ৷ গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩০১ জন এবং এখন পর্যন্ত করোনাকে জয় করেছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন ৷
একইসাথে ৩৫০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯২২টি ৷ এখন পর্যন্ত সর্বমোট ৫৩ লাখ ৪৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তের হিসাবে সুস্থতার হার দাড়িয়েছে ৮৮ দশমিক ২১ শতাংশে এবং মৃত্যুর হার দাড়িয়েছে ১ দশমিক ৪৮ শতাংশে ৷