নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার দুরমুঠ এর কাছে ১১৬ বি জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এটিএম মেশিনের টাকা ভর্তি এজেন্সির (গাড়ি টাকা বোঝাই ছিল) নন্দকুমার হাই রোডের দিক থেকে কাঁথির দিকে আসছিল। সেই সময় কাঁথির দিক থেকে একটি মোটর বাইক এবং একটি স্কুটি যাচ্ছিল মারিশদা থানার দিকে। প্রথমে ঐ এজেন্সির টাকা বোঝাই গাড়িটি পালসার বাইকটি কে ধাক্কা মারে পরে স্কুটি টিকেও ধাক্কা মেরে টানতে টানতে প্রায় ১০০ মিটার নিয়ে যায়। যাওয়ার পর টাকা বোঝাই গাড়ি ও বাইকটিতে আগুন লেগে যায়, পাশে থাকা স্কুটি টিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর বাইক চালক সহ মোট দুই জন ঘটনা স্থলেই মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। বাকি গুরুতর আহতদের মারিশদা থানার পুলিশ এসে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এবং এজেন্সির গাড়ি থেকে টাকা সহ মোট চার জনকে উদ্ধার করে পুলিশ।