সৎসঙ্গ ভবনের খুঁটিনাটি
নিজস্ব সংবাদদাতা, রানাঘাট:রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর পঞ্চায়েত এলাকায় বীনপাড়ায় ২০০১ সালে হবিবপুর শাখা সন্ত নিরনকারী সৎসঙ্গ ভবনটি প্রতিষ্ঠিত করা হয়েছে।
২ বছর আগে ভবনটি সংস্কার করা হয় এই ভবনে বিভিন্ন শিক্ষা মূলক আলোচনা করা হয় ভবনের সভাপতি শংকর প্রসাদ জানান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করা হয়।
আজ ২৩ ফেব্রুয়ারী সৎগুরু বাবা হরদেব সিং এর ৬৫ তম জন্মদিনে তাকে উৎসর্গ করে বিশ্বের ৬৫ দেশে ও ভারতের ১২৬৬ হাসপাতালে ও ৪০০ শহরে বিভিন্ন হাসপাতালে এই পরিস্কার পরিচ্ছন্ন সাফাই অভিযান করা হয়।
আজ হবিবপুর শাখার সন্ত নিরনকারী চেরিটেবিল ফাউন্ডেশন এর পরিচালনায় হবিবপুর হাসপাতাল ও পার্কে ৭০ জন স্বেচ্ছাসেবী কে নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন ও সাফাই অভিযান করা হয়।