স্নানেই বিপদ! তলিয়ে গেলেন পর্যটক
নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– দীঘার স্নান করতে নেমে তলিয়ে গেলেন পর্যটক। দীঘা মেরিনা ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন ১৩ বছরের মহ:মোক্তার আসরফ। হুগলির বাঁশবেড়িয়া থেকে দীঘা ঘুরতে আছেন। আজ পরিবারদের সাথে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার সময় উদ্ধার করেন লুলিয়ার নিউ দীঘা মেরিনা ঘাট থেকে। এরপর দীঘা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ওই পর্যটককে।