অন্তরা সুতার, কলকাতা, এসপ্লাস নিউজ:খেলোয়াড়দের উন্নতমানের প্রশিক্ষণ দেওয়ার এক সংগঠন সম্প্রতি আয়োজন করল মিনি ম্যারাথন। কোল ইন্ডিয়ার সহযোগিতায় হয় এই ম্যারাথন। গাংনাপুর থেকে শুরু করে ১০কিমি পথ অতিক্রম করে এই ম্যারাথন শেষ হয় মন্ডল পুকুরিয়াতে।
পুরুষ মহিলা নির্বিশেষে সব বয়সের প্রায় ৫৫০জন প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেয়।পুরুষদের মধ্যে শেষ করতে পারে ২৫৬ জন ও মহিলাদের মধ্যে শেষ করেন ৬৮ জন।পুরুষদের মধ্যে সন্তোষ কুমার যাদব প্রথম, সন্দীপ সিং দ্বিতীয় ও মনোজ কুমার তৃতীয় স্থান অধিকার করেন।মহিলাদের মধ্যে সংঘমিত্রা মাহাতো প্রথম, শম্পা গাইন দ্বিতীয় ও পাপিয়া খাতুন তৃতীয় স্থান অধিকার করে।পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রেই প্রথম ১৫ জনকে পুরস্কৃত করা হয়।