ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ আজ শহর শিলিগুড়ির সুভাষপল্লীর হাতিমোড় এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চা ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।
এদিনের সভায় যুব মোর্চার সাংগঠনিক জেলা সভাপতি কাঞ্চন দেবনাথ সহ সাধারণ সম্পাদক সৌরভ সরকার, সভাপতি অনিকেত দাস, বিজেপির মুখপাত্র কমল ঘোষ সহ একাধিক যুব ও বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখেন।
বৃহস্পতিবার কাঞ্চন দেবনাথ বক্তব্যে বলেন, দেশের বিরোধী রাজনৈতিক দলের কাছে কোনো ইস্যু আর অবশিষ্ট নেই তাই সিএএকে কেন্দ্র করে বিভ্রান্তিমূলক প্রচারের মাধ্যমে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে। তাই শহরের মানুষ যেন প্রকৃত সত্য জানেন এবং কোনোভাবেই অপপ্রচারে বিভ্রান্ত না হন তাঁর আবেদনও রাখেন।