মালদাঃ- করোনা ভাইরাস সংক্রমণের মোকাবিলা এগিয়ে এলেন কিছু যুবক। যখন সমাজে চারিদিকে শুরু হয়েছে মহামারীর হাহাকার আকার ধারণ করেছে কোরোনা ভাইরাস নিয়ে।তখন ছোটো থেকে বড়ো প্রত্যেকের মুখে এই ভাইরাসের কথা শুনা যাচ্ছে। এই অবস্থা থেকে নিজেকে ভালো রাখতে সবাই ব্যাবহার করছে মাস্ক, সানিটাইজার। সারাদেশে যখন প্রত্যেকের দরকার এই সমস্ত জিনিস তখন বাজারে মাস্ক, সানিটাইজার প্রায় কালোবাজারি হয়ে গেছে। কিনতে পারছে না সাধারণ মানুষ থেকে লেবার শ্রেনীর মানুষেরা। টাকা থেকেও কিনতে হিমসিমের স্বীকার হচ্ছে আরো অনেক সাধারণ মানুষ। তাই এই রকম পরিস্থিতিতে এগিয়ে আসলো টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা।
সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের মাস্ক দেওয়া হলো। ICDS এ কর্মরত কর্মী থেকে ইট ভাটায় কাজ করা শ্রমিক। হাসপাতাল, মিউনিসিপ্যালিটিতে কাজ করা সুইপার। বাদ যায়নি পথ চলতি মানুষজনও। এই ভাবেই সমাজসেবার কাজ করে এগিয়ে চলেছে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা।