ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ
সোমবার শিলিগুড়ির ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ অধিকারী ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন দাবিতে তাদের নিয়ে শিলিগুড়ি পুরনীগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করলেন।
কাউন্সিলরের অভিযোগ, শহরের উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার অর্থ বরাদ্দ করলেও সেই অর্থ দিয়ে কোন উন্নয়নের কাজ হয়না। ফলে দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এখানকার বাসিন্দারা। তিনি জানান, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের বরাদ্দ অর্থ ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হোক। বিরোধী দলনেতা রঞ্জন সরকার ও ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর দুলাল দত্তের উপস্থিতিতে স্মারকলিপি প্রদান করা হয়।