শিব পার্বতির বিয়ে ! সাক্ষী থাকল বাঁকুড়াবাসী
নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ শিব রাত্রীর পূন্য লগ্নে বিয়ে হেভী ওয়েট পাত্র পাত্রীর বিয়ের সাক্ষী থাকলো বাঁকুড়া শহরবাসী। শুক্রবার বাঁকুড়ার হরেশ্বরমেলা মন্দিরে বিয়ে সারলেন হর পার্বতী। আর এই বিয়ে বাড়ি দেখতে ভীড় ছিল চোখে পড়ার মতো। আর আয়োজনেও ছিল না কোন খামতি। বরযাত্রীদের সঙ্গে ছিল ব্যান্ডের বাজনা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। বিয়ের উপলক্ষ্যে হরেশ্বর মন্দির চত্তর জুড়ে ছিল আলোর রোশনাই। এই অভিনব বিয়ে দেখতে হাজির হাজার হাজার জনতা। বাঁকুাড়া আরপি এফ ব্যারাক ও হরেশ্বর মেলা পূজো কমিটির উদ্যোগে এই বিয়ে বাড়ির আয়োজন করা হয় বলে জানাগেছে। আর পি এফ ব্যারাক থেকে বরের সাথে শিবের বরযাত্রী বের হয় শোভাযাত্রা সহকারে, তারা বাঁকুড়ার হরেশ্বরমেলা মন্দিরে শেষ পৌছায়, সেখানে মা পার্বতীর সঙ্গে শিবের বিবাহ সম্পন্ন হয়।এই শোভাযাত্রা ঘিরে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলো।