প্রসেনজিৎ প্রামাণিক,নদীয়া এসপ্লাসনিউজ: গতবছর 2019 সালের 14 ই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওমায় এক ভয়াবহ জঙ্গি হামলা হয়। সেই জঙ্গি হামলায় ৪০ জন এরও বেশি সিআরপিএফ জওয়ান শহীদ হয়। তার মধ্যে ছিল নদীয়া জেলার তেহট্টের হাসপুকুরিয়ার বাসিন্দা সুদীপ বিশ্বাস।
নিহত সুদীপ বিশ্বাসকে স্মরণীয় করে রাখার জন্য তার গ্রামের বাড়িতে একটি মূর্তি নির্মাণ করা হয়।
শহীদ জওয়ান সুদীপ বিশ্বাস এর স্মৃতি উদ্দেশ্য বিভিন্ন দেশপ্রেমিক মানুষরা শ্রদ্ধা জানান।তাঁর গ্রামে এই মূর্তি মনে করাবে অন্য এক ইতিহাস।