রাজ্যপালের ধমক পুলিশ কমিশনারকে, পাল্টা তোপ দাগলেন বিদ্যুৎমন্ত্রী
অন্তরা সুতার, কলকাতা, এসপ্লাস নিউজ: ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং রাজ্য সরকারকে ভৎসনা করল রাজ্যপাল জাগদীপ ধনকার। আজ গান্ধীঘাটে গান্ধীজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিস্ফোরক বক্তব্য রাজ্যপালের। ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, রাজ্যের প্রথম আইনের শাসন নেই। আজ গান্ধীজীর 72 তম প্রয়াণ দিবস, এই দিন সেখানে রাজ্যজুড়ে হিংসা চলছে। রাজ্যের প্রথম আইন বলে কিছু নেই। পুলিশ প্রশাসনের চুপ করে আছে। পাশাপাশি এই প্রসঙ্গে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় পাল্টা তোপ দেগেছেন জগদীপ ধনকরের উদ্দেশ্যে বিদ্যুৎ মন্ত্রী বলেন, গান্ধীঘাটে আমি এবং স্বরাষ্ট্র সচিব অপেক্ষা করছিলাম। গাড়ি থেকে নামার পরই রাজ্যপালকে নমস্কার করা হলে কোন কথা না বলে সোজা তিনি হেঁটে চলে যান। পাশাপাশি তিনি আরো বলেন, রাজ্যপালের এই আচরণে অপমানিত বোধ করছেন