এসপ্লাসনিউজ,মেদিনীপুরঃ মেদিনীপুরের এর মোমিনপুর 12/C ,120/1/A,259 নং বাসে আগুন লাগায় দুষ্কৃতকারীরা । ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ।পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট । চলছে লাঠিচার্জ। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। সুত্রের খবর অনুযায়ী জানা যায় এলাকার লোক আগুন লাগায ৩ টি বাসে । জানা যায প্রথমে় তিনটি বাসের রেষারেষি শুরু হয় । তার জেরে পিষ্ট হয় এক যুবক । উত্তেজিত জনতা আগুন লাগায় বাসে।এই মুহূর্তে পুলিশের সঙ্গে রাব বাহিনীও এলাকার উত্তেজনা শান্ত করার চেষ্টা চালাচ্ছে।