নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সহযোগিতায় বিভিন্ন থানায় চলছে রক্তদান শিবির। গ্রীষ্মের সময় রক্তের চাহিদা দেখা দেয়।
তার উপর কোন ভাইরাসের প্রভাব পড়েছে জেলা জুড়ে। লক ডাউন এর ফলে বাড়ি থেকে বের হচ্ছে না বেশির ভাগ মানুষ। ফলে রক্তদান শিবির প্রায় বন্ধ বললেই চলে। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশকে নির্দেশ দেয় এক মাস ধরে সমস্ত থানায় রক্তদান শিবিরের আয়োজন করতে হবে।
সেই মতো বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা সদর তমলুক থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি। তমলুক মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস, সার্কেল ইনস্পেক্টর স্বরূপ বসাক, তমলুক থানার অফিসার ইনচার্জ জলেশ্বর তিওয়ারি সহ থানার পুলিশ অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার প্রত্যেকেই উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে।
প্রায় 40 জন এদিন রক্ত দান করেন। এক দিকে করোনা ভাইরাস ফলে লক ডাউন আর অন্য দিকে গ্রীষ্মের গরম। পুলিশের রক্তদান অনেক টাই চাহিদা পূরণ করবে বলে অনেকেই মনে করেন।