মা ও মেয়েকে আগুনে পুড়িয়ে মারার প্রতিবাদে বিশাল মিছিল হলদিয়ায়
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:– গত কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার ঝিকুরখালীতে মা ও মেয়েকে আগুনে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে পূর্ব মেদিনীপুর এর হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করল হলদিয়া শহর মহিলা তৃণমূল কংগ্রেস এর কর্মকর্তারা। মিছিল শেষে হলদিয়া মহিলা থানায় ডেপুটেশনও দেওয়া হয়। এ দিনের প্রতিবাদ মিছিলের নেতৃত্বে ছিলেন জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল ও হলদিয়া শহর মহিলা তৃণমূলের সভানেত্রী গার্গী মুখ্যার্জী প্রমুখ।