মানুষের দুয়ারে বিজেপির রাজ্য নেতৃত্ব
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ রাজ্যের সর্বাঙ্গীন বিরোধীতা উঁড়িয়ে এনআরসি ও সিএএ’য়ের সমর্থনে জোড়ালো প্রচার চালিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্ববৃন্দরা।দেশ জুড়ে প্রচারের পাশাপাশি, শহর শিলিগুড়ি জুড়েও চলছে জোড়ালো প্রচার।
বৃহস্পতিবার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত ৩৬ নং ওয়ার্ডে এনআরসি ও সিএএ নিয়ে এলাকায় প্রচার সারলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্র বোস সহ বিজেপির ৭ নং মন্ডল সভাপতি দীপঙ্কর চক্রবর্তী, জেলার সহ-সভাপতি তুফান সাহা সহ প্রমুখেরা।
এলাকার নাগরিকদের হাতে রথীনবাবু হ্যান্ডবিল তুলে দিয়ে জানান মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের সববিরোধী দলগুলো মানুষকে ভুল বোঝাচ্ছেন! যে মানুষগুলো বাংলাদেশ, আফগানিস্তান ও অন্যান্য দেশ থেকে অত্যাচারিত হয়ে এ দেশে আসবে তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে, নাকি নাগরিকত্ব কেরে নেওয়া হবে। ভারত সরকার এবং তার দল মানুষের স্বার্থে যা করা উচিত সেই পথেই হাঁটে, ব্যক্তিগত স্বার্থের কোনো জায়গা ভারতীয় জনতা পার্টিতে নেই, তা এদিন প্রচার পর্ব শেষে পরিষ্কার জানিয়ে দেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক।