মাথাভাঙ্গায় বাসের ধাক্কায় মৃত ১
ভাস্কর চক্রবর্তী, মাথাভাঙ্গাঃ মাথাভাঙ্গা শহরের শিববাড়ির নিকটে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আমজাদ মিয়াঁ, বাড়ি মাথাভাঙ্গা ১ ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বোচাগারি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ওই ব্যক্তি স্ত্রীর সঙ্গে মাথাভাঙ্গা শহরে ব্যক্তিগত কাজে আসেন। শিববাড়ি এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় একটি বেসরকারি বাস এসে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমজাদ মিয়াঁর পাশাপাশি তাঁর স্ত্রী গুরুতর জখম হয়।পরে উত্তেজিত জনতা বাসটির সামনের কাঁচ ভেঙে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ। বাসটিকে আটক করা হয়। বাসের চালক পলাতক।
পুলিশ সূত্রে খবর, দেহটি উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।