মহাসমারোহে শিবরাত্রি উদযাপন
প্রসেনজিৎ প্রামাণিক,নদীয়া:হবিবপুর পঞ্চায়েত এর অন্তর্গত বীনপারা এলাকায় প্রতি বছরের ন্যায় এবারও মহাসমারোহে শিব পার্বতী পূজা হচ্ছে।বটতলা শিব পূজা কমিটির পরিচালনায় ৩৫ তম বর্ষে পদার্পণ করল।
আজকে সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ বটতলায় পুজো দেওয়ার জন্য ভিড় জমাচ্ছেন। এই পুজো কে কেন্দ্র করে আজকে থেকে চারদিন মেলা ও সান্ধ্যকালীন বিভিন্ন অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান ও মেলা উপভোগ করতে অনেক দুর থেকে মানুষ আসে।