ব্যাগ ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা
নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– এগরায় ব্যবসায়ীর ব্যাগ থেকে টাকা ছিন তাই করে পালাল দুষ্কৃতীরা, আর এই ঘটনার যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের নবরুপ এলাকায়, জানা গেছে বুধবার রাত নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের নবরুপ ক্লাবের কাছেই ফল ব্যাবসায়ী চন্দন পুষ্টির সাইকেলের পিছনে কেরিয়ারের ব্যাগে থাকা এক লক্ষ সত্তর হাজার টাকা ছিনতাই করলো একটি বাইক চালক ও তার সঙ্গী বলে অভিযোগ জানা গেছে ওই ফল ব্যাবসায়ী এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়, অন্য দিকে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।