বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাসের অভিযোগে রায়দিঘী থেকে গ্রেফতার এক ব্যক্তি
বাবলুপ্রামানিক,দক্ষিণ24পরগনা:দক্ষিণ 24 পরগনা রায়দিঘি বকুলতলা ঘটনা দিনের-পর-দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক ব্যক্তির নামে ।অভিযুক্তের নাম দীনেশ মন্ডল, বয়স ৩৬। মেয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে রায়দিঘীর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে গতকাল রাত্রে মেয়েটিকে ডেকে খুনের প্লান করেছিল অভিযুক্ত দীনেশ মন্ডল। সেখান থেকে মেয়েটি কোনোরকমে পালাতে সক্ষম হয়। আজ সকালে মেয়েটি কাশীনগরের কাছে সবজির গাড়িতে করে ডায়মন্ড হারবারে মহিলা সমিতির কাছে যায়। মেয়ের কাছে থাকা টাকা ও খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। মেয়েটির অভিযোগের ভিত্তি করে রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছেন। মহিলাটিকে আজ ডায়মনহারবার মহাকুমা হাসপাতাল এর পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এবং অভিযুক্তকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয়েছে।