প্রসেনজিৎ প্রামানিক,নদিয়া, এসপ্লাস নিউজ: গতকাল রানাঘাট থানার অন্তর্গত রানাঘাট কলেজের পার্শ্ববর্তী স্থান স্বামী বিবেকানন্দের মূর্তির পাশে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর একটি কার্যক্রম শুরু হয়। কিন্তু হঠাৎ রানাঘাট থানার পুলিশ এসে সেই কার্যক্রমে বাঁধা দেয়। বাধ্য হয়ে এবিভিপির কার্যকর্তারা কার্যক্রম বন্ধ করে দেয়।
এক্ষেত্রে এবিভিপির কার্যকর্তারা জানান যে, পূর্বঘোষিত কার্যক্রমের প্রশাসনিক অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ-প্রশাসন আমাদের এই কার্যক্রমে বাধা সৃষ্টি করলো।
পুলিশ প্রশাসন এইভাবে আমাদের থামাতে পারবে না বলে হুঁশিয়ারি দিলো এবিভিপি’র কার্যকর্তারা।