নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:পরিবেশবিদদের তথ্য অনুযায়ী পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে বারবার গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন প্রশাসনের তরফ থেকে। একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সবুজায়নের বার্তা দিচ্ছে রাজ্য প্রশাসন।কিন্তু সেই পরামর্শকে তোয়াক্কা না করে বনে জঙ্গলে আগুন লাগানোর ঘটনা অনেক ঘটেছে রাজ্যে। তেমনই এক ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার চঁাদড়া রেঞ্জের গুড়গুড়িপাল ব্রিটের মুচিবেড়া জঙ্গলে। রবিবার বিকেল নাগাদ সেই দৃশ্য লক্ষ্য আসতেই স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেয়া হয় বনদপ্তরের আধিকারিকদের।এরপর বনদপ্তর আধিকারিকরা ও দমকল বিভাগ এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কে বা কারা এই আগুন ধরিয়েছে সেটা স্পষ্ট নয় যদিও তদন্ত চালাচ্ছে বনদপ্তর আধিকারিকরা।