পুলিশ কর্মীদের বিক্ষোভে দিল্লি উত্তাল
এসপ্লাস নিউজ,দিল্লিঃ নিজেদের নিরাপত্তার দাবি করে ধরনায় বসেছে খোদ পুলিশ সদস্যরা । মঙ্গলবার দিনভর পুলিস কর্মীদের বিক্ষোভে উত্তাল ছিলো দিল্লি পুলিশের প্রধান কার্যালয়। শনিবার দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবীদের হাতে মার খেয়েছিলো দিল্লি পুলিশের সদস্যরা ৷ তাই এদিন বিক্ষোভ করেছেন দিল্লি পুলিশের সদর দফতরের সামনে । পুলিশের বিদ্রোহ থামাতে দিল্লির রাস্তায় মোতায়েন আধা সেনা ৷ দেশের আইপিএসদের সংগঠনও সমর্থন করেছে তাদের এই বিক্ষোভকে ৷
জানাগেছে,গাড়ি পার্কিং নিয়ে সূত্রপাত হয় বচসার । শেসপর্যন্ত সেটি গড়ায় মারামারি পর্যন্ত ৷ এরপর ৩ দিন কেটে গেলেও ক্রমশই বাড়ছে পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের উত্তাপ। একদিকে তিস হাজারিতে সহকর্মীদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন দিল্লির আইনজীবীদের একাংশ। অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে দিল্লি পুলিশের সদর দপ্তরের সামনে নিজেদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিক ও কর্মীরা।দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়েক বলেন, আমি সবার কাছে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছি। আমাদের কর্তব্য ঠিকঠাক পালন করার পাশাপাশি আইন বজায় রেখে কাজ রাখতে হবে। নাহলে ভুল বার্তা যাবে সমাজের কাছে ৷