নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পাজনকুল গ্রামের একটা পরিত্যক্ত বাড়ি থেকে পাওয়া বিলুপ্তপ্রায় প্রজাতির গন্ধগোকুল কে উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়, স্থানীয়দের প্রচেষ্টায় খবর দেয়া হয় বন বিভাগের কর্মীদের, এরপর ঘটনা স্থলে বনদপ্তর এর আধিকারিকরা গিয়ে ওই বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল কে উদ্ধার করে। তবে এই বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল প্রাণী টিকে দেখতে যথেষ্ট ভিড় জমায় এলাকার মানুষ।