নেপালে অনুষ্ঠিত হতে চলেছে ৬ষ্ঠ এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভাল
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ উত্তরবঙ্গের পর্যটনকে চাঙ্গা করতে তথা হোমস্টেগুলির প্রচার এবং প্রসারের এবার বিশেষ ভূমিকা গ্রহণ করতে চলেছে এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভাল কমিটি।
নেপালের কাকরভিটার মেচি নগরে আয়োজিত হতে চলেছে ৬ষ্ঠ বর্ষ এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যাল।
কমিটির আহ্বায়ক রাজ বসু এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই উৎসবটির মূল উদ্দেশ্য হলো পৃথক দুটি স্থানের পর্যটনকে একসূত্রে গাঁথা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিকিমের মুখ্যমন্ত্রী পি.এস.গোলি, নেপালের মুখ্যমন্ত্রী শের ধনরাই সহ বিশিষ্টজনেরা। তিনি সংযুক্ত করে বলেন, মানুষ এবং হাতির যে বারবার সংঘাত হয় সেই সংঘাতকে এড়ানোর জন্য ২০১২ সালে এই উৎসবটি শুরু করা হয়েছিল। যা আজ এক আন্তর্জাতিক মাত্রা ছুতে পেরেছে।
অন্যদিকে, উৎসবটির উদ্যোক্তারা সাংবাদিকদের জানিয়েছে, নেপাল হল এমন একটি প্রদেশে যা হিমালয়ের সৌন্দর্যকে খুব সহজেই সকলের তরে তুলে ধরতে পারে। যা আমরা অতি সহজেই দার্জিলিং এবং সিকিমের সৌন্দর্যের সাথে সংযুক্ত করতে পারি। এই উৎসবটি যথেষ্টভাবে সহায়ক হবে পর্যটন শিল্পকে ত্বরান্বিত করার পথে।