নতুনভাবে গুটি সাজাতে সচেষ্ট গেরুয়া শিবির
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:গত লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভা এলাকা থেকে লিড পেয়েছিল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ কুনার হেমব্রম,তাই আগামী বিধানসভা ভোট কে পাখির চোখ করে সেই গরবেতা বিধানসভা কেন্দ্রে নতুনভাবে রাজনৈতিক গুটি সাজাতে চাইছে গেরুয়া শিবির, সেই লক্ষ্যেই রবিবার গড়বেতা বিধানসভা কেন্দ্রের ময়রাকাটা এলাকায় বিজেপির দলীয় কার্যালয় অফিস খুললেন ঝারগ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কুনার হেমব্রম,তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন এই কার্যালয় অফিসে আমি মাসে একবার আসবো, এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলব, প্রয়োজনীয় শংসাপত্র দেবো, তিনি আরো বলেন এর আগে ঝারগ্রাম এর কোন সংসদকে গড়বেতা এলাকার মানুষ এত সামনে পাইনি, এবার তারা পাবেন, এদিন এই কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন শমিত দাস, মদন রুইদাস, রাজীব কুণ্ডু, প্রদীপ লোধা প্রমুখ।