নিজস্ব প্রতিনিধি পূর্ব মেদিনীপুর:– মঙ্গলবার বিকেল নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়ো তেল পাম্পে কিছু দুষ্কৃতী ডাকাতি করার উদ্দেশ্যে চড়াও হয়,এবং দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয় এক পথচারী, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা হয় একজন দুষ্কৃতীকে,অন্যদিকে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির পরপরই মারা যান,যদিও ওই মৃত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি।অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এলাকায় যথেষ্ঠ চাঞ্চল্য ছড়িয়েছে, জানা গেছে ওই পথচারী পেটে গুলি লাগায় মৃত্যু হয়েছে।