পশ্চিম বর্ধমান : মহামারি করোনা ভাইরাস আতঙ্কে লকডাউনের জেরে সমগ্র দেশ সহ এ রাজ্যেও বাস সহ সমস্ত গণ পরিবহন,যেমন ট্রেন, বিমান, টেক্সি, অটো পরিষেবা প্রায় বন্ধ হয়েছিল। তবে তা আজ থেকে (প্রায় ৭৫ দিন পর) আবার শুরু হল বাস পরিষেবা। তবে বাস পরিষেবা চালু হলেও আজকে বাসে যাত্রীর সংখ্যা খুবই কম ছিলো । আজ সকালবেলায় একটি বাস নবদ্বীপ হয়ে আসানসোলের উদ্যেশ্যে রওনা হয়। অন্য একটি বাস সালার থেকে আসানসোলের উদ্যেশ্যে রওনা দেয়। অন্যদিকে শিল্পাঞ্চলের বাস মালিক সংগঠনের তরফ থেকে জানা গেছে, এখনই বাস চালু করার কোনো পরিকল্পনা হয়নি। তবে এই দুটি বাসের মালিক এই কারনেই বাস চালিয়েছেন তারা দেখছিলেন বাসে আদৌ যাত্রী হচ্ছে কিনা। আগামী দিনের বাস চালানো সম্ভব কি না তা খতিয়ে দেখতে দুই বাস মালিক বাস চালিয়ে দেখেন।