টুংসুং চা বাগানের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড
ভাস্কর চক্রবর্তী, দার্জিলিংঃ শুক্রবার গভীর রাতে দার্জিলিং থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত টুংসুং চা বাগানের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চা বাগানের এক কর্মী আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি এলাকাবাসীদের খবর দেন। মূলত শ্রমিকরাই প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন।
দমকলকে খবর দেওয়া হলেও সোনাডা হয়ে টুংসুং যাবার রাস্তা এতটাই সংকীর্ণ যে দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছতে পারেনি। স্থানীয় পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছোয় এবং আগুন লাগার তদন্ত শুরু করে।