পবিত্র সরকার,নদীয়া: বিপ্লবী সংঘের পরিচালনায় রবিবার দুপুরে শুরু হলো চাপরার বড় অন্দুলিয়ার ৫৭তম গদাধর মেলা ।এই মেলার উদ্বোধন করলেন তেহট্টো বিধানসভার বিধায়ক মাননীয় তাপস সাহা। আরও উপস্থিত ছিলেন এই এলাকার বিশিষ্ট সম্মানিত ব্যাক্তিবর্গ।
মাননীয় বিধায়াক তাপস সাহা তিনি তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে মেলা কমিটি ও সাধারণ মানুষ কে শুভেচ্ছা বার্তা দেন।