ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করতে চলতি বছরের জুন মাসে চালু হচ্ছে শিলিগুড়ি-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। জুন মাসে এই ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। সড়কপথে নির্ভরশীলতা কমিয়ে রেলপথের ওপর গুরুত্ব বাড়াতে বাংলাদেশ সরকার বিবিধ পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি জানান।
এছাড়াও দু দেশের মধ্যে যে সমস্ত ট্রেন গুলি চালু আছে তাদের যাতায়াতের দিন সংখ্যা বাড়ানো হয়েছে। ঢাকা থেকে কলকাতা যেখানে ৪ দিন ট্রেন চলত সেখানে আজ থেকে ৫ দিন ট্রেন চলবে। খুলনা-কলকাতা রুটে চলত ১ দিন, তা ১৬ই ফেব্রুয়ারি থেকে হবে দুদিন। এই পরিবর্তনে ভারত ও বাংলাদেশ উভয় দেশের যাত্রীরাই উপকৃত হবেন বলে আশাবাদী সকলে।