গাংনাপুর (এইচ.এস) হাইস্কুলের প্রধান শিক্ষককে আইনি নোটিশ
প্রসেনজিৎ প্রামাণিক, নদীয়া, এসপ্লাস নিউজ:রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সদস্য দ্বিজেন্দ্রলাল দত্ত গাংনাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে একটি আইনি নোটিশ পাঠান। এডভোকেট সেই নোটিশে প্রধান শিক্ষককে বলেছেন যে আপনার স্কুলের 11 জন শিক্ষক আইন ভেঙে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন।
৪(৬) নোটিফিকেশন নং- ২১৪ এস.ই/১০-এম-০১ এই আইনে বলা আছে কোনো সরকারি স্কুলের শিক্ষক নিজস্ব ভাবে কোনো প্রাইভেট টিউশন করতে পারবে না এটি দণ্ডনীয় অপরাধ।
নোটিশে আরো বলা হয়েছে যে এই 11 জন শিক্ষক এখন ঐ যদি টিউশন বন্ধ না করে তাহলে অ্যাডভোকেট আইনত ব্যবস্থা নিতে বাধ্য হবে।
এই 11 জন শিক্ষকের নাম-১. তাপস বিশ্বাস ২. জগদীশ সৌরেন ৩. দিব্যেন্দু সামন্ত ৪.সৌমেন হালদার ৫.দীপঙ্কর ঘোষ ৬.স্বশতা সাহা ৭.গোবিন্দ প্রামাণিক ৮.সুভাষ রায় ৯.মাধব দেবনাথ ১০.প্রবীর কুমার ঘোষ ১১.সৌমভা দাস ।