কেনো স্লিম আর ফর্সা মেয়েরা সব ছেলেদের পছন্দের শীর্ষে !
এসপ্লাস নিউজ ওয়েব ডেস্কঃ যদি পছন্দের কথায় আসি তবে দেখা যাবে স্লিম আর ফর্সা মেয়েই পছন্দ করে বেশীরভাগ পুরুষ ৷ সে প্রেমিকা কিংবা স্ত্রী, যাই হোক বেশীরভাগ পুরুষের চোখ আটকে থাকে ছিপছিপে গড়নে । কিন্তু কেন? ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের গবেষণায় দেখা গেছে , পুরুষেরা স্লিম মেয়েদের পছন্দ করে কারণ তারা মনে করে এই ধরণের ছিপছিপে শরীর তারুণ্য, উর্বরতা এবং সুস্থতার প্রতীক। তাদের এমনটা মনে করার কারণ হলো বিবর্তনের প্রাচীন ধারা। বিবর্তনের প্রভাব থাকার কারণেই মানুষ অবচেতনভাবেই এমন সঙ্গী নির্বাচন করে যার সাথে তার প্রকৃতিতে টিকে থাকা ও বংশবিস্তার করা সহজ। অতীতের একটি গবেষণায় বলা হয়েছিলো, মানুষ মোটাসোটা জীবনসঙ্গী নির্বাচন করতে চায় কারণ দুর্ভিক্ষের সময়ে মোটাসোটা, মেদবহুল শরীরের মানুষের বেঁচে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, পুরুষেরা কি আসলেই মোটাসোটা মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট নাকি শুকনো-পাতলা মেয়েদের প্রতি। এই গবেষণায় এ ব্যাপারটিকেই তুলে ধরা হয়। গবেষণার শুরুতেই ধরে নেওয়া হয় সাধারণত পুরুষেরা ২৪ থেকে ২৪.৮ BMI এর নারীদের অর্থাৎ বেশ ছিপছিপে শরীরের নারীদের প্রতি বেশি আকর্ষণ অনুভব করেন। প্রায় তেরো’শ নারী-পুরুষের মাঝে গবেষণায় দেখা যায়, নারীরা ছিপছিপে বা মেদবহুল সব ধরণের শরীরকেই আকর্ষণীয় বলে মোট দেন। পুরুষেরা আবার BMI ১৯ শরীরকে বেশ আকর্ষণীয় মনে করেন। গবেষকদের ধারণার চাইতেও অনেক শুকনো এই ধরণের শরীর। কিন্তু এতো শুকনো মানুষের প্রতি পুরুষদের আকর্ষণের কারণ কী? গবেষকেরা এদের সাথে কথা বলে জানান, কমবয়সী নারীদের প্রতি পুরুষেরা বেশি আকৃষ্ট হন, কারণ বয়স কম হলে উর্বরতা এবং সুস্থতা বেশি হয়। শরীর ছিপছিপে হলে তার বয়স কম লাগে, মেদবহুল হলে বয়স বেশি লাগে। এ কারণে মোটা নারীদের বয়স বেশি ভেবে তাদের প্রতি আকৃষ্ট হন না পুরুষেরা। যাদের BMI ১৭-২০ এর মাঝে, সাধারণৎ তারা হন ১৮-২০ বছর বয়সী নারী যাদের উর্বরতা হয় সর্বোচ্চ এবং ভবিষ্যতে অসুস্থতার ঝুঁকিও কম। তবে যাইহোক মিডিয়ায় উপস্থাপন কিংবা বিজ্ঞাপন যেখানেই দেখা হোক দাপট এই জিরো ফিগারের ৷ আর পুরুষের মন এর সাথেই আটকে গেছে ৷