বাবলু প্রামাণিক ,দক্ষিণ 24পরগনা
দঃ 24 পরগনা কুলতলী ব্লকের দেউলবাড়ী গ্রাম পঞ্চায়েতে দঃ দূর্গাপুর গ্রামে বাসিন্দা নাম গোষ্ট নাইয়া বয়স 35। আজ সকালে দেউল বাড়ী গ্রামের পাশে 40ফুটের মত নদী চওড়া অপর পারে চিতুরী জঙ্গল ও বনবিভাগের অফিস।
অভাবের তাড়নায় এই ছোট নদী পার হয়ে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে ও বাঘে টেনে নিয়ে চলে যায়। সঙ্গীরা ডাকাডাকি ও খোঁজাখুজি করে রক্তের দাগ দেখে সেদিকে এগিয়ে গিয়ে গোষ্টর মৃত দেখতে পায়।
লোকজনের চিৎকার শুনে বাঘ সরে গেলে সঙ্গীরা মৃত দেহ বাড়ীতে ফিরিয়ে আনে।