ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃ দক্ষিণ কলকাতার টালিগঞ্জে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ এনআরসিকে সমর্থন করে এক পদমিছিল করা হয়। এই মিছিলে এদিন যোগ দেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় সাথে বর্ষীয়ান নেতা মুকুল রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল চলাকালীন সকলকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এদিনের ঘটনার বিরোধিতা করে শহর শিলিগুড়িতে সন্ধ্যায় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে হাসমিচকে এলে পুলিশ বাধা দেয়। ফলে তারা রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখালে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে শিলিগুড়ি সাংগঠনিক বিজেপি জেলা যুব সভাপতি কাঞ্চন দেবনাথ জানান, বাংলায় অরাজকতা হচ্ছে। বিনা অপরাধে কলকাতার মিছিল চলাকালীন দলীয় নেতাদের পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনার বিরোধিতা করে শিলিগুড়িতে আজকের এই মিছিল।