শােভন রায়; এস প্লাস নিউজ;আরামবাগ:
গত বছর কৃষকদের আলু চাষে ভরাডুবির পর এ বছরে এখন পর্যন্ত আলুচাষিরা আশায় বুক বেঁধে বসে আছে। গতবছর আরামবাগের আলুচাষীদের বিপুল লােকসানের পর এবছর এখন পর্যন্ত বাজার চলতি যা দাম তাতে তাদের কিন্তু আসাটা । অনেক বেড়ে গেছে ৷ উল্লেখ্য হুগলি জেলার আরামবাগ তারকেশ্বর পুড়শুড়া খানাকুল এই জায়গা গুলাে সব থেকে ভালাে মানের আলু উৎপন্ন হয় গত
৷ বছরের তুলনায় এখন পর্যন্ত এ বছরে আলুর দাম অনেকটাই বেশি ৷ জ্যোতি পােখরাজ প্যাকেট প্রতী সাড়ে ৭ শত থেকে ৯ শত টাকার মধ্যে ঘােরাফেরা
করছে চন্দ্রমুখীর দাম আরাে খানিকটা বেশি ৷ তবে আলুর বাজার মার্কেট অনুযায়ী প্রত্যেকদিন ওঠানামা করে ৷ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেল
এ বছরে জমিতে আলুর গাছ যথেষ্ট ভালাে পরিমানে বেড়েছে এখনাে পর্যন্ত সেরকমভাবে ধ্বসা রােগ আসেনি ৷ তবে হ্যাঁ একটাই কারণ যা আলুচাষিদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হঠাৎ করে ঠান্ডা কমতে শুরু করেছে তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি। পেয়েছে গত কয়েকদিনে এই রকম।
তাপমাত্রা চলতে থাকলে হুগলি জেলার বিস্তীর্ণ জায়গায় আলু গাছের যথেষ্ট ক্ষতি হতে পারে সবমিলিয়ে আরামবাগ পুড়শুড়া তারকেশ্বর খানাকুল ধনেখালি সমস্ত এলাকার চাষিরা আশায় দিন গুনছে এখন ; এখন দেখার বিষয়। এ বছরে আলুচাষিরা সত্যিই কতটা লাভবান হতে পারে |