অজানা ধোঁয়াশার চাদরে আচ্ছাদিত বাগডোগরা বিমানবন্দর চত্বর, চিন্তিত এলাকাবাসী
ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়িঃযখন নোভেল করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে, ঠিক তখনই শহর শিলিগুড়ির অদূরে বাগডোগরা এলাকায় স্থিত বিমানবন্দর চত্বরে হঠাৎ দমবন্ধ করা অজানা ধোঁয়ায় ভয়ের বাতাবরণের সৃষ্টি হয়।
বিকেলের পরবর্তী সময়ে আচমকা এই ধোঁয়াশা এক শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করে। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিকভ্রম হয় অনেকেরই।
যদিও স্থানীয় সূত্রে খবর, কোথাও সেই মুহূর্তে কোনো আবর্জনা বা জঞ্জাল পোড়ানো হয়েছে বলে কোনো হদিস পাওয়া যায়নি। দূষণের থেকে এমন ধোঁয়াশার আগমন হলেও হতে পারে বলে একশ্রেণীর মানুষের বিশ্বাস।
তবে এমন অজানা ধোঁয়াশা সকলের মননে কিয়দাংশ সময়ের জন্য যে ধন্দ সাথে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল তা বলা বাহুল্য।